ময়মনসিংহ বিভাগ




ময়মনসিংহ বিভাগ
 বাংলাদেশের অষ্টম প্রশাসনিক বিভাগ। ময়মনসিংহজামালপুরশেরপুর ও নেত্রকোণা জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত। ১৮২৯ সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠার সময় থেকে ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ঢাকা বিভাগের অংশ ছিল। ২০১৫ সালের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এক বৈঠকে ঢাকা বিভাগ ভেঙ্গে নতুন ময়মনসিংহ বিভাগ গঠনের ঘোষণা দেন। শুরুতে ঢাকা বিভাগের উত্তর অংশ থেকে প্রতিবেশী ৮টি জেলা নিয়ে পরে ৬টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠনের পরিকল্পনা করা হয়।[১][২] এসময় টাঙ্গাইল ও কিশোরগঞ্জবাসী, ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত হতে অনীহা ও বিরোধিতা করে এবং ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত থাকতেই ইচ্ছাপোষণ করে। অবশেষে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ৪টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়। এ বিভাগের এর আয়তন ১০,৪৮৫ বর্গকিলোমিটার ও জনসংখ্যা ১,১৩,৭০,০০০ জন। 



ময়মনসিংহের ইতিহাস

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল (অন্যান্য ছয় প্রতিবেশী জেলা সহ ময়মনসিংহ জেলা) ১৭৮৭ সালে ব্রিটিশ ভারত সরকার কর্তৃক ময়মনসিংহ জেলা হিসাবে গঠন করা হয়েছিল। পরে, এটিকে ছয় জেলায় ভাগ করে দুই দফায় পুনর্গঠিত করা হয়- জেলাগুলি হলঃ ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোণা, টাঙ্গাইল ও শেরপুর।



ময়মনসিংহ বিভাগ :

জেলার নাম

জেলার আয়তন

উপজেলার সংখ্যা

পৌরসভার সংখ্যা

ইউনিয়ন

মোট গ্রামের সংখ্যা

জনসংখ্যা

মোট ভোটার

ময়মনসিংহ

৪৩৬৩.৪৮

বর্গ কিঃ মিঃ

১৩টি

১০টি

১৪৬টি

২৬৯২টি

৫৩,১৩,১৬৩ জন

৩৫,৯৪,৪৯৩ জন

জামালপুর

২০৩১

বর্গ কিঃ মিঃ

০৭টি

০৭টি

৬৭টি

১৩৬২টি

২৩,৮৪৮১০ জন 

১৫,৯৭,২৫৫ জন

নেত্রকোণা

২৭৯৪

বর্গ কিঃ মিঃ

১০টি

০৫টি

৮৬টি

২২৯৯টি

২২,০৭,০০০ জন 

১৪,৬৬,১১৬ জন

 

শেরপুর

১৩৬৩.৭৬  বর্গ কিঃ মিঃ

০৫টি

০৫টি

৫২টি

৮৯৩টি

১৫,৪২,৬১০ জন 

৯,৯২,১৯১ জন

সর্বমোট 

১০৫৫২

বর্গ কিঃমিঃ

৩৫টি

২৭টি 

৩৫১টি

৭২৪৬ টি

১,১৪,৪৭,৫৮৩ জন

৭৭,১২,৩৫৯ জন

ময়মনসিংহ বিভাগের বর্তমান ভোটার সংখ্যা :

ক্র: নং

জেলার নাম

পুরুষ ভোটার

মহিলা ভোটার

মোট ভোটার

01.

ময়মনসিংহ

১৮,১৫,৮৭০

১৭,৭৮,৬১৬

৩৫,৯৪,৪৯৩

02.

জামালপুর

৭৮,৮,৭৬৯

৮,০৮,৪৮৬

১৫,৯৭,২৫৫

03.

নেত্রকোণা

৭,৬৮,৬৮৮

৭,৫৯,৭৩২

১৫,২৮,৪২০

04.

শেরপুর

৪,৯২,৬৪৫

৪,৯৯,৫৪৬

৯,৯২,১৯১

সর্বমোট

৩৮,৬৫,৯৭৯ জন

৩৮,৪৬,৩৮০ জন

৭৭,১২,৩৫৯ জন

ময়মনসিংহ বিভাগের ০৪ জেলার সংসদীয় আসন সংখ্যার তথ্যাদি :

ক্র: নং

জেলার নাম

সংসদীয় আসন সংখ্যা

01.

ময়মনসিংহ

১১টি

02.

জামালপুর

০৫টি

03.

নেত্রকোণা

০৫টি

04.

শেরপুর

০৩টি

সর্বমোট সংসদীয় আসন

২৪টি



ময়মনসিংহ বিভাগের দর্শনীয় স্হান :

ময়মনসিংহ জেলাঃ

  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
  • আলেকজান্ডার ক্যাসেল
  • জয়নুল আবেদিন সংগ্রহশালা
  • সার্কিট হাউস
  • রামগোপালপুর জমিদারবাড়ি
  • বিপিন পার্ক
  • বোটানিক্যাল গার্ডেন
  • ব্রক্ষপুত্র নদ
  • গৌরীপুর রাজবাড়ি
  • কেল্লা তাজপুর

নেত্রকোণা জেলাঃ

  • হয়রত শাহ সুলতান কমর উদ্দিন রুমী (রাঃ) এঁর মাজার শরীফ নেত্রকোণা সদর।
  • বিজয়পুর পাহাড়ে চিনামাটির নৈসর্গিক কাজ
  • টংক আন্দোলনের স্মৃতি সৌধ
  • রানীখং মিশন টিলাতে ক্যাথলিক গির্জা
  • বিরিশিরি কালচারাল একাডেমি
  • কমলা রানীর দীঘি
  • নইদ্যা ঠাকুরের ভিটা
  • রাশমনি স্মৃতি সৌধ,দূর্গাপুর
  • লেংগুরা, চেংটি, গোবিন্দপুরের পাহাড়ের নৈসর্গিক দৃশ্য, কলমাকান্দা
  • সাত শহীদের মাজার কলমাকান্দা

জামালপুর জেলাঃ

  • হয়রত শাহ জামাল (রাঃ) এঁর মাজার শরীফ, জামালপুর সদর
  • হয়রত শাহ কামাল (রাঃ) এঁর মাজার শরীফ,মেলান্দহ
  • দয়াময়ী মন্দির, জামালপুর শহর।
  • লাওচাপড়া পিকনিক স্পট, বকশীগঞ্জ
  • যমুনা ফার্টিলাইজার, তারাকান্দি, সরিষাবাড়ী

শেরপুর জেলাঃ

  • গজনী অবকাশ কেন্দ্র
  • মধুটিলা ইকো পার্ক
  • নয়াবাড়ির টিলা
  • রাজার পাহাড় থেকে বাবলাকোনা
  • পানি হাতা তারানি পাহাড়
  • অর্কিড পর্যটন কেন্দ্র
  • নাকুগাঁও স্হল বন্দর




বিস্তারিত এই লিংকে আছে : http://www.mymensinghdiv.gov.bd/




ধন্যবাদ
No Comment
Add Comment
comment url