সিলেট বিভাগ

সিলেট বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি মেট্রোপলিটন শহর। এটি সিলেট বিভাগের প্রশাসনিক আসন। বাংলার পূর্ব প্রান্তে সুরমা নদীর উত্তর তীরে অবস্থিত, সিলেটের একটি উপ-ক্রান্তীয় জলবায়ু এবং রসালো উচ্চভূমি রয়েছে।সিলেটের লোকেরা বাংলাদেশী প্রবাসীদের একটি উল্লেখযোগ্য অংশ গঠন করে, বিশেষ করে যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে।

                                                                               

আয়তন :

                              


সিলেট বিভাগ বাংলাদেশের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত একটি প্রশাসনিক অঞ্চল, যা সিলেট, মৌলভীবাজার,সুনামগঞ্জ ও হবিগঞ্জ — এই চারটি জেলা নিয়ে গঠিত।প্রাচীনকালে এটি শ্রীহট্টের কেন্দ্রীয় প্রদেশ ছিল।১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পূর্ব থেকেই (অর্থাৎ পাকিস্তান আমল থেকেই) সাবেক সিলেট জেলাছিল চট্টগ্রাম বিভাগের অন্তর্গত। পরবর্তীকালে সরকারের প্রশাসনিকপুনর্বিন্যাস কার্যক্রমের সূত্রে ১৯৯৫ খ্রিস্টাব্দের ১ আগস্ট চারটি জেলা নিয়ে বাংলাদেশের ষষ্ঠ বিভাগ সিলেট গঠিত হয়।সিলেট বিভাগের মোট আয়তন ১২,৫৫৮ (বার হাজার পাঁচশত আটান্ন) বর্গ কিলোমিটার। এর অন্তর্গত সিলেট জেলার আয়তন ৩,৪৫২বর্গ কিলোমিটার, সুনামগঞ্জ জেলার আয়তন ৩,৬৭০ বর্গ কিলোমিটার, হবিগঞ্জ জেলার আয়তন ২,৬৩৭ বর্গকিলোমিটার, মৌলভীবাজার জেলার আয়তন ২,৭৯৯ বর্গ কিলোমিটার।




পর্যটন শিল্প






  • প্রশাসন 


১৯৯৫ সালে সিলেটকে বাংলাদেশের ৬ষ্ঠ বিভাগ হিসাবে ঘোষণা করা হয়। এর আগে সিলেট বিভাগের ৪টি জেলা চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ছিল। সিলেট বিভাগে ৪টি জেলা (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ) রয়েছে। এই বিভাগে মোট উপজেলা বা থানার সংখ্যা হলো ৩৮টি। তদুপরি এখানে রয়েছে ৩৪৫টি ইউনিয়ন পরিষদ, ১০,২২৪টি গ্রাম এবং ১৮টি পৌরসভা।

জেলাসমূহ


সিলেট জেলার ১৩টি উপজেলা নিম্নরূপ:
সিলেট সদর উপজেলা
বিশ্বনাথ উপজেলা
ওসমানীনগর উপজেলা
দক্ষিণ সুরমা উপজেলা
বালাগঞ্জ উপজেলা
ফেঞ্চুগঞ্জ উপজেলা
কোম্পানীগঞ্জ উপজেলা
গোয়াইনঘাট উপজেলা
জৈন্তাপুর উপজেলা
কানাইঘাট উপজেলা
জকিগঞ্জ উপজেলা
বিয়ানীবাজার উপজেলা
গোলাপগঞ্জ উপজেলা
মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা নিম্নরূপ:
জুড়ী উপজেলা
বড়লেখা উপজেলা
কুলাউড়া উপজেলা
রাজনগর উপজেলা
মৌলভীবাজার সদর উপজেলা
শ্রীমঙ্গল উপজেলা
কমলগঞ্জ উপজেলা

সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলা নিম্নরূপ:
ধর্মপাশা উপজেলা
তাহিরপুর উপজেলা
জামালগঞ্জ উপজেলা
দিরাই উপজেলা
শাল্লা উপজেলা
জগন্নাথপুর উপজেলা
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা
সুনামগঞ্জ সদর উপজেলা
বিশ্বম্ভরপুর উপজেলা
ছাতক উপজেলা
দোয়ারাবাজার উপজেলা

হবিগঞ্জ জেলার ৯টি উপজেলা নিম্নরূপ:
নবীগঞ্জ উপজেলা
বাহুবল উপজেলা
আজমিরিগঞ্জ উপজেলা
বানিয়াচং উপজেলা
হবিগঞ্জ সদর উপজেলা
লাখাই উপজেলা
চুনারুঘাট উপজেলা
শায়েস্তাগঞ্জ উপজেলা
মাধবপুর উপজেলা

পৌরসভাসমূহ :

সিলেট জেলার ৪টি পৌরসভা নিম্নরূপ:

কানাইঘাট পৌরসভা
জকিগঞ্জ পৌরসভা
বিয়ানীবাজার পৌরসভা
গোলাপগঞ্জ পৌরসভা

মৌলভীবাজার জেলার ৫টি পৌরসভা নিম্নরূপ:

মৌলভীবাজার পৌরসভা
বড়লেখা পৌরসভা
কুলাউড়া পৌরসভা
শ্রীমঙ্গল পৌরসভা
কমলগঞ্জ পৌরসভা

সুনামগঞ্জ জেলার ৪টি পৌরসভা নিম্নরূপ:

দিরাই পৌরসভা
জগন্নাথপুর পৌরসভা
সুনামগঞ্জ পৌরসভা
ছাতক পৌরসভা

হবিগঞ্জ জেলার ৬টি পৌরসভা নিম্নরূপ:
হবিগঞ্জ পৌরসভা
নবীগঞ্জ পৌরসভা
আজমিরীগঞ্জ পৌরসভা
চুনারুঘাট পৌরসভা
শায়েস্তাগঞ্জ পৌরসভা
মাধবপুর পৌরসভা


নদ-নদী

সিলেট বিভাগে ৩৭টি নদ-নদী

  • সুরমা
  • লোভা
  • পিয়াইন গাং
  • সারি গোয়াইন
  • বাগরা গাং
  • নওয়া গাং
  • শেওলা
  • ধামালিয়া
  • মনাই
  • বড়দাল
  • জুরি
  • মনু্‌
  • ধলাই
  • লংলা
  • কারাঙ্গি
  • খোয়াই
  • সুতাং
  • কুশিয়ারা
  • মাধবপুর
  • মহাসিং
  • খাজাঞ্জি
  • ভট্টখাল
  • কালনী
  • জামালপুর
  • বরাবা নদী
  • লভা, হরি
  • বোগাপানি
  • ধরিয়ানা
  • ধোয়াই
  • যদুকাটা
  • ধলা-ধলাই গাং
  • গোপলা-লঙ্গল
  • মোগাই-চলতি
  • রক্তি
  • পৈন্দা
  • ভেড়া মোহনা
  • ধনু বৌলাই
  • বৌলাই












 
                                                              আমাদের সমস্ত পৃষ্ঠা দেখুন

                                                 <<ধন্যবাদ>>

No Comment
Add Comment
comment url